মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপনে চাঁদপুরে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে । এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা ২৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় মান্যবর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে মহান বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্টিত হয়।
মান্যবর জেলা প্রশাসক সভার প্রারম্ভে বলেন ,‘বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। তিনি শহীদ মুক্তিযোদ্ধা,বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যাঁরা শহিদ এবং আহত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।’
সভাপতি উল্লেখ করেন-১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন এর বিষয়ে জাতীয়ভাবে কর্মসূচি প্রেরণ করা হয়েছে। জাতীয় কর্মসূচি সাথে সঙ্গতি রেখে চাঁদপুর জেলায় মহান বিজয় দিবস ২০২৫ পালনের জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং মতামত প্রকাশের আহ্বান জানান। অবশেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৮টি সিদ্ধান্ত ও ১১ টি উপ-কমিটি গঠন করা হয়।
উপ-কমিটি গুলো হলো : জেলার সকল উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ নিয়ে কমিটি গঠন, তোপ-ধ্বনি উপ-কমিটি, পুষ্পস্তবক উপ-কমিটি, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন উপ-কমিটি, আমন্ত্রণ ও অভ্যর্থনা, আলোচনা উপ-কমিটি, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপ-কমিটি, বিজয় মেলা ও সাংস্কৃতিক উপ-কমিটি, রচনা , আবৃত্তি ও প্রীতি খেলাখূলা উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ কমিটি । মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে উদযাপনে ঔ সব উপ-কমিটি গঠন ও সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
কর্মসূচি :১৬ ডিসেম্বর দিবসের সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কার্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্মরণে শৃংখলার সাথে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন , রোভার স্কাউটস,স্কাউটস,গালর্স গাইড ও বিভিন্ন প্রতিষ্ঠনির ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন ।
১৬ ডিসেম্বর-১৮ ডিসেম্বর পর্যন্ত দিনব্যাপি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান , সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা আাবৃত্তি ,চিত্রাংকন প্রতিযোগিতা ও খেলাধুলা । সকাল ৯ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্ট-গার্ডের জাহাজ পরির্দশনে উম্মুক্ত থাকব্।
জেলা ও সকল উপজেলায় গুরুত্বপূর্ণ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন। জেলার সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে বিনা টিকেটে উম্মুক্ত রাখা হবে। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা,এতিমখানা, শিশু পরিবার ও মূক-বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। চাঁদপুর পৌরসভা, গণপূর্ত বিভাগের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনা সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণিল পতাকা দ্বারা সজ্জিতকরণ,আলোকসজ্জাকরণ ।
আ ব দু ল গ নি
ডি সে ম্ব র ২ ০ ২ ৫
এ জি
Edit
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur