মতলব দক্ষিণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীদের কর্ম বিরতি কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এই কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে কর্মবিরতিতে থাকা পরিবার পরিবার পরিকল্পনা কর্মীরা বলেন, আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহাঙ্গীর আলম, সুমন চন্দ্র সরকার, মিঠুন, আতাউর রহমান মিশু, মোহাম্মদ আলী, মোঃ তারিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা হক, সঙ্গীতা রানী, পরিবার কল্যাণ সহকারী কুসুম, রেহানা আক্তার, নাজমা আক্তার ছাড়াও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২ ডিসেম্বর ২০২৫