চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রতীকী কর্মবিরতি পালন করেছে। সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২ ট পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীগণ।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালন করে ।
নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম,নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম,নার্সিং ইন্সট্রাক্টর মোসাম্মৎ শাহানারা আক্তার,মুক্তা বেগম, লাইলী বেগম,শারমিন সুলতানা,রুহুল বাশার, চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মো.মাহবুব হোসেন, কমল মন্ডল, মো.ইকবাল হাসান উজ্জ্বল,মো.তানভীর আলম শান্ত নেতৃত্বে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স,মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রসঙ্গত, ১ অক্টোবর ৩ ঘন্টা এবং পরদিন ২ অক্টোবর ৫ ঘন্টা কর্মবিরতির পালন করবে চাঁদপুরে নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur