চাঁদপুর

কর্মকর্তাদের সরকারি স্বার্থে কাজ করতে হবে

চাঁদপুর জেলা কর্ণধার কমিটি, দূর্যোগ ও ব্যাবস্থাপনা কামিটি, শতভাগ শিশু ভর্তির নিশ্চিত সংক্রান্ত কমিটি, ভূ-সম্পত্তি যবর দখল বিষয়ে অভিযোগ পত্র গ্রহণ কমিটি, জেলা কৃষি খাস জমি মন্দোবস্ত কমিটিসহ অনেকগুলো সভা সোমবার সকাল থেকে পর্যায়ক্রমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হাইকে সবার সাথে পরিচয় করানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, শিক্ষা প্রতিষ্ঠিানের এপ্রিল মাসের মধ্যে শতভাগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের সরকারী স্বার্থে কাজ করতে হবে। এতে যেকোনো প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। জ্ঞান অর্জন করে শত পুরষ্কার ফেলে লাভ নেই। যদি কর্মকর্তাগণ জনগণের কল্যাণে না আসে। তাদের সবসময় জনগণের কল্যাণের জন্য যেকোনো ধরনের কাজ করতে হবে। চাঁদপুর জেলার মানুষ দরিদ্র নয়, তারা অন্য জেলার চেয়ে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। কর্মকর্তারা সরকারি সম্পত্তি নিজের মনে করে রক্ষা করতে হবে

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান দেওয়ান। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মশিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশ্রাফুল করিম, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছির উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ডিবি পুলিশের ওসি মোঃ মোস্তফা কামাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ১১:৩৪ পিএম, ২১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ

Share