আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুর ষ্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা ফুটবল দলের ক্যাম্প। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের জন্যই জেলা দলের এ প্রশিক্ষণ শুরু করছে জেলা ক্রীড়া সংস্থা।
জেলা দল গঠনের লক্ষে প্রাথমিক পর্যায়ে ৩৪ জন ফুটবলারকে বাছাই করেছে জেলা ক্রীড়া সংস্থা।
জেলা দলের বাছাইকৃত খেলোয়াড়রা যারা আজ থেকে ক্যাম্পে অংশগ্রহনের সুযোগ পাবে তারা হলেন- গোলকিপার-বিপু,কামাল,মাহিম,সারোয়ার,মিলন। ডিফেন্স-রাফি, বকুল, আব্বাছ, তুহিন, আলমগীর, শাহআলম, এমরান হোসেন, জালাল, হৃদয়,জসিম ও লুইস। মধ্যমাঠ- স্বপন , রক্্ির, সুফিয়ান,সোহেল, লাবু,মিটু,সুমন,সাইফুল,আলআমিন,সোহেল রানা। ষ্ট্রাইকার ঃ- জহির, সেন্টু, ফয়সাল, জামাল, তোফায়েল, জামাল, সুমন, ও বিশু।
জেলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আবুল কাশেম আখন্দ। কোচ হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন মানিক ও বোরহান খান ।
জেলা দলের বাছাইকৃত খেলোয়াড়দের বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার মধ্যে ম্যানেজার ও কোচদের কাছে রিপোর্ট জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur