চাঁদপুরে ১৯২টি নমুনার মধ্যে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৬.৭৭%।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, হাজীগঞ্জের ৩জন, শাহরাস্তির ১জন, হাইমচরের ২জন, কচুয়ার ৩জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন।
একই দিনে ১৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, কচুয়ার ৯জন ও মতলব দক্ষিণের ৩জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৬৫৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪১৬৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫৭জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
এদিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাজুল ইসলাম (৫৫) নামের একজন বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা গেছেন। তার বাড়ি ফরিদগঞ্জের কাছিয়ারা এলাকায়। তিনি করোনার উপসর্গে ভুগছিলেন।