চাঁদপুরে ১৯১টি নমুনার মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৩.৬১%। এদিন করোনায় ১জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, হাইমচরের ৩জন, কচুয়ার ৩জন, মতলব দক্ষিণের ৪জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৬জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন।
একই দিনে ১০৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৮জন, ফরিদগঞ্জের ২৮জন, হাজীগঞ্জের ৪জন, কচুয়ার ৪জন, শাহরাস্তির ৮জন ও মতলব উত্তরের ২জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৩৬৫জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৯জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৩৪৭১জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬৫জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে একজন মারা গেছেন। তার নাম আয়েশা বেগম (৬৫)। বাড়ি চাঁদপুর সদর রঘুনাথপুর এলাকায়। রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তিনি করোনার উপসর্গে ভুগছিলেন।
চাঁদপুর করেসপন্ডেট