চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে এক জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন।
২৭ আগস্ট শুক্রবার হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলাম (৮০)। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। ভোর সোয়া ৬টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এছাড়া করোনার উপসর্গে মারা গেছেন মতলব দক্ষিণের মুন্সিরহাট এলাকার দক্ষিণ দিঘলদী গ্রামের আঃ সামাদ বকাউল (৭০), ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর এলাকার ফাতেমা বেগম (৬৫) ও চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার শামসুল হক (৭০)।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur