চাঁদপুরে ৩৪০টি নমুনার মধ্যে আরও ৫৫জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৬.১৭%। এদিন করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ৩জন, মতলব দক্ষিণের ৩জন, কচুয়ার ৪জন, মতলব উত্তরের ১২জন ও হাইমচরের ৭জন রয়েছেন।
একই দিনে ১৬৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮৭জন, ফরিদগঞ্জের ১১জন, হাজীগঞ্জের ১৫জন, মতলব দক্ষিণের ১৭জন, কচুয়ার ১৯জন, হাইমচরের ৩জন, শাহরাস্তির ১২জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪২৫১জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৬জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২৭৯৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২২৬জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৭জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
চাঁদপুর করেসপন্ডেট