চাঁদপুরে করোনা শনাক্ত ১৪ হাজার ছাড়াল

চাঁদপুরে ৩৫৩টি নমুনার মধ্যে ৭০জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৯.৮৩%। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০৩৫ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ১৩জন, শাহরাস্তির ২জন, মতলব উত্তরের ১১জন, কচুয়ার ৮জন ও হাইমচরের ১জন রয়েছেন।

একই দিনে ২২১জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৪জন, ফরিদগঞ্জের ৪২জন, হাজীগঞ্জের ৩১জন, মতলব দক্ষিণের ২৯জন, হাইমচরের ২১জন, মতলব উত্তরের ৭জন, শাহরাস্তির ১৭জন।

এদিকে করোনায় মৃতের সংখ্যা ২২৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২১২৩ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৮৯জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৮০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট

Share