চাঁদপুরে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। তারা দু’জনে করোনার উপসর্গে ভুগছিলেন।

সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি জানান, মৃতরা হলেন ফরিদগঞ্জের বিষকাটালী এলাকার লেদু মিয়া (৬০) ও চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী এলাকার আনোয়ারা (৮০)।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চাঁদপুরে করোনা আক্রান্ত শনাক্তের পাশাপাশি আক্রান্ত ও উপসর্গে মৃতের সংখ্যাও অনেক কমে এসেছে।

চাঁদপুর করেসপন্ডেট

Share