Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু
করোনা
ফাইল ছবি

চাঁদপুরে করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার থেকে বুধবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদগঞ্জের তরজিরানতি এলাকার আ. রশিদ (৭০)। বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদরের ফরক্কাবাদ এলাকার কুমরুয়া গ্রামের আঃ রশিদ (১০০), ফরিদগঞ্জের চরকালিয়া এলাকার হাজী ইব্রাহিম (৭৫), হাজীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার আঃ বাশার (৭৬), মতলব দক্ষিণের মনসবদি এলাকার মাকসুদা (৭০) ও হাজীগঞ্জের মেনাপুর এলাকার নুরজাহান (৪৫)।

চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭২১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২২০জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১৩১৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২১৮৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ আগস্ট ২০২১