চাঁদপুরে ১০৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫৫৭টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৯.৩৮%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৮জন, হাজীগঞ্জের ৪জন, ফরিদগঞ্জের ২৮জন, মতলব দক্ষিণের ৪জন, শাহরাস্তির ৮জন, কচুয়ার ৪জন ও মতলব উত্তরের ২জন রয়েছেন।

একই দিনে ৪৪৬জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৮জন, ফরিদগঞ্জের ৪৭জন, হাজীগঞ্জের ৪৪জন, মতলব দক্ষিণের ৪২জন, কচুয়ার ১জন, হাইমচরের ৩০জন, মতলব উত্তরের ২০জন, শাহরাস্তির ৫৪জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬১০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১০৮৬৪জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫২৬জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৮৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট

Share