Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু
করোনা

চাঁদপুরে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- আবু জাফর পাটোয়ারী (৬৫) ও দুলাল গাজী (৫৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- হনুফা (৭০), ফজুলতেন্নেছা (৬০), হারুনুর রশিদ (৬৫), ফজিলত বেগম (৭০), শিউলি বেগম (৩৯) ও হানিফ (৭৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২০৯ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চাঁদপুর করেসপন্ডেট