শাহরাস্তি পৌরসভায় করোনা বিস্তার রোধে করণীয় সম্পর্কে সভা

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস বিস্তার রোধে করণীয় সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট রোববার ১২ টায় শাহরাস্তি পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ করোনা ভাইরাস বিস্তার রোধে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.নাসির উদ্দিন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার,মেহের উত্তর ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো.মোজাম্মেল হক পাটোয়ারী, পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ব্যাপারীসহ প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাস বিস্তার রোধে সকলকে সচেতন হতে হবে। পৌর নাগরিকদেরকে শতভাগ মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এ ছাড়াও হাট-বাজারে, দোকান পাটে জনসমাগম করা যাবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী শহরে খাদ্য ও ফার্মেসি দোকান নির্দিষ্ট সময়ে খোলা রাখতে হবে। অযথা কেউ ঘর থেকে বের হবেন না। সকলে তার নিজস্ব বাড়ির আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,যাতে করে ডেঙ্গু মশার আক্রান্ত হতে ও চিকুনগুণিয়া থেকে রক্ষা পায়।

মতবিনিময় সভা শেষে এ মহামারী থেকে রক্ষা পেতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি সলিমুল্লাহ।

মো. জামাল হোসেন , ১ আগস্ট ২০২১

Share