চাঁদপুরে আরও ১১৮জনের করোনা আক্রান্ত, শনাক্তের হার ৪০ শতাংশ

চাঁদপুরে একদিনে আরও ১১৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৯৫টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪০.০০%। শুক্রবার হওয়ায় এ দিন জেলায় কোনো রেপিড এন্টিজেন্ট টেস্ট হয়নি।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৭জন, হাজীগঞ্জের ২২জন, ফরিদগঞ্জের ৮জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ১৬জন, শাহরাস্তির ১জন, কচুয়ার ১জন ও হাইমচরের ১জন রয়েছেন।

একই দিনে ১১৬জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩জন, মতলব উত্তরের ১জন, ফরিদগঞ্জের ২১জন, হাজীগঞ্জের ১১জন, শাহরাস্তির ৩১জন ও মতলব দক্ষিণের ১৯জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫১৫জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৬৭৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬৭৪জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট

Share