চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা অল্প সময়েই গণমাধ্যমের মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে পারেন। করোনার এই মহামারিতে সাংবাদিকদের আরো বেশি সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
১০ জুলাই শনিবার বিকেলে আকস্মিকভাবে মতলব প্রেসক্লাবে আসেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ডাক্তার রাজীব চৌধুরী, ডাক্তার ফিরোজ আহমেদ প্রোফেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও রেদোয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চঞ্চল, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন, সদস্য সমীর ভট্টাচার্য প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur