প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসাধারনকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফরিদগঞ্জ থানা পুলিশ।
২০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ব্যাপক প্রচারণা চালন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে বিভিন্ন দেশে দিনদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই মাঝে বাংলাদেশেও করোনা ভাইরাসে হু-হু করে রোগী সনাক্তের সংখ্যা বেড়েই চলছে। যার ফলে সরকারের পক্ষ থেকে সারাদেশে নেওয়া হয়েছে প্রতিরোধ মূলক ব্যবস্থা। করোনা ভাইরাস প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থেকে সরকারের দেওয়া নির্দেশনা মানতে আহবান জানান।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ২০ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur