বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে গত চার সপ্তাহে সংক্রমণ গড়ে ৮০ শতাংশ বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ লাফিয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ডব্লিউএইচও’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এটির আরও বিপজ্জনক মিউটেশনের আগে এখন আমাদের আরও জরুরি পদক্ষেপ নিতে হবে।’
রায়ান জোর দিয়ে বলেন, ‘গেম প্ল্যান’ হিসেবে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া এবং টিকাদান এখনো কার্যকর উপায়।
অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় শনিবার কভিড-১৯ বিধিনিষেধে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভাইরাস আরও প্রাণঘাতী এবং মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি ডব্লিউএইচও’র আহ্বানের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
কয়েক মাসের মধ্যে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় শনিবার আরও দু’টি এলাকা- ফুজিয়ান প্রদেশ এবং মেগাসিটি চংকিংয়ে সংক্রমণ ছড়িয়েছে।
নানজিয়াং সিটিতে একটি ডেল্টা ক্লাস্টার সংক্রমণ থেকে দুইশ’রও বেশি লোক আক্রান্ত হয়েছে। সেখানে আন্তর্জাতিক বিমানবন্দরে নয়জন পরিচ্ছন্নতা কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার সংক্রমণ বেইজিং, চংকিং এবং আরও পাঁচটি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
চীন থেকেই ২০১৯ সালের ডিসেম্বরে কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ওই সময় দশ লাখের বেশি লোককে লকডাউনে রেখে এবং গণ নমুনা পরীক্ষার মাধ্যমে অতি সংক্রামক ভাইরাস স্ট্রেইন প্রতিরোধে সক্ষম হয়।
সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টটি প্রথম ভারতে শনাক্ত হয়। এটি এখন বিশ্বের ১৩২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
উচ্চ এবং নিম্ন আয়ের উভয় দেশই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করছে। তবে টিকাদানে বৈষম্য রেখে, ব্যাপক লোককে টিকাদানের আওতার বাইরে রেখে আরও বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে।
অস্ট্রেলিয়ার জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় তৃতীয় বৃহত্তম নগরী ব্রিসবেন এবং কুইন্সল্যান্ড রাজ্যের অন্যান্য অংশে শনিবার থেকে পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে।
আন্তজার্তিক ডেস্ক, ৩১ জুলাই, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur