চাঁদপুরে একদিনে আরও ৪৪৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে একদিনে আরও ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৯ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৮ জন।

৩ আগস্ট মঙ্গলবার করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

এদিন করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু না হলেও সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- আয়েশা বেগম (৭০), শাহিদা (৭০), হোসনেয়ারা (৫৫), কালিপদ কর্মকার (৫৮), আ. লতিফ (৬৫), সুফিয়া (৮৫), শরিফ ঢালী (৬৫), মনি রানী (৫৫), আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬), আ. মজিদ (৯০), আ. সোবহান (৯০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, মঙ্গলবার (৩ আগস্ট) মোট এক হাজার ৬০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৪৬ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকিদের নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২০৮ জন , হাজীগঞ্জে ৪৪ জন, কচুয়ায় একজন, ফরিদগঞ্জে ৪৭ জন, হাইমচরে ৩০ জন, শাহরাস্তিতে ৫৪ জন, মতলব উত্তরে ২০ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ৪২ জন।

জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৫৩১টি। যার মধ্যে পজিটিভ হয়েছে ১০ হাজার ৯৮০টি।

জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে চার হাজার ৭৫২ জন, ফরিদগঞ্জে এক হাজার ২৬২ জন, মতলব দক্ষিণে ৯২৪ জন, শাহরাস্তিতে এক হাজার ৩৫৪ জন, হাজীগঞ্জে এক হাজার ১০৫ জন, হাইমচরে ৫৭৬ জন, মতলব উত্তরে ৫৭৭ জন ও কচুয়ায় ৪৪৭ জন।

জেলায় করোনায় মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৪ জন, ফরিদগঞ্জে ২৭ জন, মতলব দক্ষিণে ১০ জন, শাহরাস্তিতে ২২ জন, হাজীগঞ্জে ২৫ জন, হাইমচরে চারজন, মতলব উত্তরে ১৩ জন ও কচুয়ায় আটজন।

করোনার সংক্রমণের বিষয়ে ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধ একমাত্র মানুষ সচেতন হলেই সম্ভব। যতদিন মানুষ সচেতন হবে না ততদিন আক্রান্তের হার কমানো সম্ভব না।

চাঁদপুর করেসপন্ডেট,৪ আগস্ট ২০২১

Share