চাঁদপুরে একদিনে আরও ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৮৬১টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৮.৯০%। এ দিন করোনায় আক্রান্ত শাহরাস্তির ২জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০০জন, হাজীগঞ্জের ৪২জন, ফরিদগঞ্জের ৩৯জন, মতলব উত্তরের ১০জন, মতলব দক্ষিণের ২২জন, হাইমচরের ৩৭, শাহরাস্তির ৬৬জন ও কচুয়ার ১৯জন রয়েছেন।
একই দিনে ১৬২জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, ফরিদগঞ্জের ২৭জন, হাজীগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ৬জন, মতলব উত্তরের ২২জন, শাহরাস্তির ২৯জন ও হাইমচরের ১১জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫৫৩জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭০৩৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৩৪১জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৩জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
চাঁদপুর করেসপন্ডেট,৩ আগস্ট ২০২১