চাঁদপুরে ৫৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ২০১টি নমুনা পরীক্ষা ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৫জন, মতলব দক্ষিণের ৯জন, হাজীগঞ্জের ৬জন, ফরিদগঞ্জের ৯জন, হাইমচরের ১জন, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন। শনাক্তের হার ২৮.৩৫%।

একই দিনে ২৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ৩জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন।

৬ জুলাই মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮০৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৪৯৫৬জনকে।

বর্তমানে চিকিৎসাধীন ৭২৩জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট, ৭ জুলাই ২০২১

Share