চাঁদপুর সদরে ২২ জনসহ করোনা শনাক্ত ৫৪

চাঁদপুরে একদিনে ৫৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২জন, শাহরাস্তির ১জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ৭জন, মতলব দক্ষিণের ৮জন, কচুয়ার ৩জন, মতলব উত্তরের ৪জন, হাইমচরের ৬জন ও লক্ষ্মীপুরের রামগঞ্জের ১জন রয়েছেন। শনাক্তের হার ৩২.৩২%।

একই দিনে আরো ১১জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, মতলব দক্ষিণের ৪জন, ফরিদগঞ্জের ৫জন ও কচুয়ার ১জন।

২৭ জুন রোববার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৮৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৬জন। সুস্থ হয়েছেন ৪৭৬৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৯০জন।

আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১২জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সূত্র আরো জানায়, রোববার জেলার ১৬৬জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫৪জনের করোনা পজিটিভ।

চাঁদপুর করেসপন্ডেট

Share