চাঁদপুরে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ৩জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ৪জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ৭জন রয়েছেন।শনাক্তের হার ২৬.০৮%।
২৩ জুন বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
একই দিনে ১১ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ১জন।
চাঁদপুর করেসপন্ডেট,২৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur