Home / চাঁদপুর / চাঁদপুরে সাত দিনে ৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
corona
করোনা টেস্ট

চাঁদপুরে সাত দিনে ৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চাঁদপুরে এক সপ্তাহে (১৩ মে-১৯ মে) মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৮ জন এবং একজনের মৃত্যু হয়েছে।সুস্থ ঘোষণা করা হয়েছে ১৭১জনকে।

এদিকে বুধবার আরও ২২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০জন, শাহরাস্তির ২জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ৫জন ও কচুয়ার ১জন রয়েছেন।

একই দিনে ১৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, হাজীগঞ্জের ৪জন, হাইমচরের ২জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫৪৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৯জন। সুস্থ হয়েছেন ৪১৩৮জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৮জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ২২জন।

চাঁদপুর প্রতিনিধি