চাঁদপুর

চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২৭০৩

চাঁদপুরে ৭০টি রিপোর্টের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭০৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫৮১জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৭জন।

১২ জানুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭০৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৭০জন, ফরিদগঞ্জে ২৯৬জন, মতলব দক্ষিণে ২৯২জন, শাহরাস্তিতে ২৫০জন, হাজীগঞ্জে ২২৬জন, মতলব উত্তরে ২০৪জন, হাইমচরে ১৭২জন ও কচুয়ায় ৯৩জন।

করোনায় জেলায় মোট ৮৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,১৩ জানুয়ারি ২০২১

Share