চাঁদপুর

চাঁদপুরে আরও ২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৪টি রিপোর্টের মধ্যে ২ জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছে ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫২৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৬জন।

করোনা শনাক্তের দুজনই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। করোনামুক্তও সবাই চাঁদপুর সদর উপজেলার।

২৮ ডিসেম্বর সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬৪৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৩৪জন, ফরিদগঞ্জে ২৯৫জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪৬জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০২জন, হাইমচরে ১৭০জন ও কচুয়ায় ৯২জন।

করোনায় জেলায় মোট ৮৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেট,২৯ ডিসেম্বর ২০২০

Share