চাঁদপুর

চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৮টি রিপোর্টের মধ্যেে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫১৫জন। বর্তমানে চিকিৎসাধীন ৪০জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও হাইমচরের ১জন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।

২৫ ডিসেম্বর শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬৪০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১২৭জন, ফরিদগঞ্জে ২৯৫জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪৫জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০২জন, হাইমচরে ১৭০জন ও কচুয়ায় ৯১জন।

করোনায় জেলায় মোট ৮৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেট,২৬ ডিসেম্বর ২০২০

Share