চাঁদপুর

চাঁদপুরে আরো ১৭ জন করোনা শনাক্ত : করোনামুক্ত ২৫

চাঁদপুরে মঙ্গলবার আরো ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন, মতলব উত্তরের ২জন, ফরিদগঞ্জের ৫জন ও শাহরাস্তির ২জন রয়েছেন। একই দিনে ২৫ জনকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, ফরিদগঞ্জের ৩জন, মতলব উত্তরের ১১জন, মতলব দক্ষিণের ২জন ও হাজীগঞ্জের ৩জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৫১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ১২১টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১০৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৫১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৭৩জন, ফরিদগঞ্জে ২২২জন, মতলব দক্ষিণে ২০৪জন, শাহরাস্তিতে ১৯৮জন, হাজীগঞ্জে ১৮৭জন, মতলব উত্তরে ১৫৯জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৪৭৪টি। রিপোর্ট এসেছে ৭৪২৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯৫১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩৯৫জন। চিকিৎসাধীন আছেন ৪৮১জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭০৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১০৬৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৮৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২২১০জন।

করেসপন্ডেট, ১১ আগস্ট ২০২০

Share