Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত: সুস্থ ৬
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত: সুস্থ ৬

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৫ রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত ও করোনা মুক্ত হয়েছেন ৬ জন। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬০৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮২জন। সুস্থ হয়েছেন ২৪৭৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১জন।

করোনা শনাক্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলার ৩জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন। করোনা মুক্ত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪জন ও ফরিদগঞ্জের ২জন।

১৬ ডিসেম্বর বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬০৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১০৯জন, ফরিদগঞ্জে ২৮৯জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪২জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০১জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৯০জন।

করোনায় জেলায় মোট ৮‌২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,১৭ ডিসেম্বর ২০২০