Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দুহাজার ৬০৪
corona
প্রতীকী ছবি

চাঁদপুরে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দুহাজার ৬০৪

চাঁদপুর করোনা ল্যাবে ৫৩ রিপোর্টের মধ্যে আরো ৪জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছেন ৭জন।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬০৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮২জন। সুস্থ হয়েছেন ২৪৭০জন। বর্তমানে চিকিৎসাধীন ৫২জন।

করোনা শনাক্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলার ১জন, মতলব দক্ষিণের ১জন ও কচুয়ার ২জন রয়েছেন। করোনা থেকে সুস্থ হয়েছে চাঁদপুর সদর উপজেলার ৫জন ও শাহরাস্তির ২জন।

১৫ ডিসেম্বর মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬০৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১০৬জন, ফরিদগঞ্জে ২৮৯জন, মতলব দক্ষিণে ২৮৭জন, শাহরাস্তিতে ২৪২জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০১জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৯০জন।

করোনায় জেলায় মোট ৮‌২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ ১৬ ডিসেম্বর ২০২০