চাঁদপুরে ২৪ ঘন্টায় করোনা টেস্টের নতুন কোনো রিপোর্ট নেই। শুক্রবার সংগৃহীত নমুনার সংখ্যা অনেক কম হওয়ায় সেগুলো টেস্ট করা হয়নি।
ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে এদিন করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯জনকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, হাইমচরের ৪জন ও ফরিদগঞ্জের ২জন রয়েছেন।
ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪৪৪জন অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২২৮৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৩ জন।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৪৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০০৮জন, ফরিদগঞ্জে ২৭৭জন, মতলব দক্ষিণে ২৬৮জন, শাহরাস্তিতে ২৩৪জন, হাজীগঞ্জে ২০৬জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৫জন ও কচুয়ায় ৮৬জন।
করোনায় জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
বার্তা কক্ষ,৮ নভেম্বর ২০২০