করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৭ লাখ মানুষ। এ সময়ে মারা গেছেন ২৬ লাখ ৭২ হাজারের বেশি।
১৪ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫০ জন। মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭২ হাজার ৭৩ জনের এবং সুস্থ হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ১২৫ জন।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৫২ জন। তাদের মধ্যে অন্তত ৮৮ হাজার জনের অবস্থা গুরুতর।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।
১৩ মার্চ সোমবার পর্যন্ত দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭১ জন এবং মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।
আর্ন্তজাতিক ডেস্ক,১৬ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur