চাঁদপুর

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮২৬

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ১৯টি রিপোর্টের মধ্যে দুদিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮২৬ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫২জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও কচুয়ার ১জন রয়েছেন। করোনামুক্ত ঘোষণা করা হয়েছে আরো ৫জনকে।

২২ ফেব্রুয়ারি সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮২৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৩৩জন, ফরিদগঞ্জে ৩১১জন, মতলব দক্ষিণে ৩০৩জন, শাহরাস্তিতে ২৫৬জন, হাজীগঞ্জে ২৩৯জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ১০১জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,২৩ ফেব্রুয়ারি ২০২১

Share