হাসপাতাল থেকে পালানো ফরিদগঞ্জের ভারত ফেরত করোনা রোগী আটক

ভারতের করোনা ভ্যারিয়েন্ট নিয়ে যশোর হাসপাতাল থেকে পালানোর ৬ দিন পর ইউনুস আলীকে চাঁদপুরের বিপনীবাগ এলাকা থেকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

১৯ মে বুধবার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এস. আই আনোয়ার হোসেন ও এ. এস. আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুরের বিপনীবাগ এলাকায় অভিযান চালিয়ে ইউনুস গাজীকে আটক করে। এ সময় ইউনুস গাজীকে উদ্ধার কালে সঙ্গে থাকা তার মা, ফুফু ও ফুফাতো বোনকেও সাথে এনে পুলিশ পাহারায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

জানা যায়, গত ১৩ মে যশোর হাসপাতাল থেকে ভারত ফেরত ভারতের করোন ভ্যারিয়েন্টে আক্রান্ত ফরিদগঞ্জের ইউনুছ আলী পালিয়ে যায়। ইউনুস পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনেক খোঁজা খুঁজি করার পর পরি শেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ করোনা রোগী পালিয়ে যান। গণমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে সব রোগীকে আটক করে হাসপাতালে আনে পুলিশ।

প্রতিবেদকঃশিমুল হাছান,২০ মে ২০২১

Share