Home / আন্তর্জাতিক / সাড়ে নয় কোটি ছাড়াল করোনা রোগী
করোনা

সাড়ে নয় কোটি ছাড়াল করোনা রোগী

কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ নতুন নতুন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ছে। কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। আবার কোথাও কোথাও করোনা নতুন ধরনের দেখা দিয়েছে। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন অগণিত মানুষ। আর আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে নয় কোটি ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত মহামারীতে বিশ্বে আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। আর মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬০৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ছয় কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৭২৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৯৯৫। মৃত্যু হয়েছে চার লাখ সাত হাজার ১৬০ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৭২ হাজার ৬৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৫৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৯ হাজার ৮৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা রোগী শনাক্ত হয়। এটি বর্তমানের বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক ডেস্ক,১৮ জানুয়ারি ২০২১