Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ২৭ করোনা রিপোর্ট নেগেটিভ : ইউএনওসহ ৭ জনের টেস্ট অপেক্ষমান
করোনা রিপোর্ট নেগেটিভ

হাজীগঞ্জে ২৭ করোনা রিপোর্ট নেগেটিভ : ইউএনওসহ ৭ জনের টেস্ট অপেক্ষমান

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাস রিপোর্টের জন্য ঢাকা আইডিসিআর এ প্রেরণকৃত ৩৪ টির নমুনার মধ্যে ২৭টি করোনা রিপোর্ট এসেছে আজ রোববার। এ ২৭ টি রিপোর্টই নেগেটিভ, অথ্যাৎ এদের কারো করোনা শনাক্ত হয়নি।

এছাড়ায় পুনরায় পাঠানো উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নমুনাসহ আরো ৭ জনের করোনা টেস্ট অপেক্ষমান। ৩ মে রোবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতি চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ২৯ ও ৩০ এপ্রিল তারিখে প্রেরণকৃত রিপোর্টগুলো ৩ মে রোবার হাতে এসেছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রজেটিভ রির্পোট আসার পর পুনরায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাঁরসহ আরো ৬ জনের রিপোর্ট সোমবার আসতে পারে।

এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অন্যান্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ৩ মে ২০২০