বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি করোনা মুক্ত হয়েছেন। ২০ ডিসেম্বর রোববার তাঁর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। একইসাথে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্নারও করোনা নেগেটিভ আসে। তাই তাঁরা এখন করোনামুক্ত।
গুপ্ত ঘাতক এই মহামারী থেকে মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও জাফর ইকবাল মুন্না।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রোববার রাতে। এরপর থেকে তিনি তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
এরপর দিন ৭ ডিসেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্নার করোনা পজিটিভ আসে। তিনিও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হন।
স্টাফ করেসপন্ডেট,২০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur