হাজীগঞ্জ

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সকল প্রস্ততি রয়েছে : এমপি রফিক

করোনা ভাইরাস মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে, এতে জনগণ ভয় পাওয়ার কিছু নেই। উপজেলা প্রশাসন ইতিমধ্যে গণসচেতনা বৃদ্ধির লক্ষে একাধিক বৈঠকে ডাক্তারদের সুরক্ষাসহ নানা বিষয়ে উদ্যোগ গ্রহন করেছে। মুজিবর্ষে সরকারের পরিকল্পনা অনুযায়ী ভূমিহীন পরিবারসহ অসহায়দের মাঝে নতুন ঘর তৈরি করার লক্ষে আরো নামের তালিকা চেয়েছে। আওয়ামী লীগ সরকার এ দেশকে দারিদ্র, ক্ষুদামুক্ত ঘোষণার পর উন্নত জীবন যাপনের কাজে একের পর এক পরিকল্পনা মাপিক কাজ হাতে নিয়েছে।

১৬ মার্চ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পরিষদের সকল চেয়ারম্যানগন।

এ সময় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান হাবিব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম জয়,১৬ মার্চ ২০২০

Share