জাতীয়

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বেশিরভাগের মৃত্যু হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪২ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন।

আজ সোমবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।গতকাল রোববার ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৩ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। এ সময় মারা যান ৩৪ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি নমুনা। এর আগের দিন ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

বার্তাকক্ষ, ২৪ আগস্ট ২০২০
কে. এইচ

Share