করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। শনিবার ২৮ মার্চ দুপুরে চাঁদপুর পৌরসভার উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়িযোগে এ ঔষধ স্প্রে করেন।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর পৌরসভায় সহায়তায় আমরা বিভিন্ন সড়ক ও এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছি ।’
শনিবার শহরের কুমিল্লা সড়ক, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, মুক্তিযোদ্ধা সড়ক, রেলওয়ে স্টেশন, বিপণীবাগসহ বিভিন্ন এলাকায় এ ঔষধ স্প্রে করা হয়।
চাঁদপুর পৌরসভার মেয়র মো.নাসির উদ্দিন আহমেদ জানান,শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা জীবাণুমুক্ত রাখতে এ জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে।
এছাড়া পৌর নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে লিফলেট,হ্যাক্সিসল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
শরীফুল ইসলাম , ২৮ মার্চ ২০২০