Home / জাতীয় / জুলাইয়ের মাঝামাঝিতে বাংলাদেশ থেকে করোনা নির্মূলের পূর্বাভাস
covid
Pic : Getty image

জুলাইয়ের মাঝামাঝিতে বাংলাদেশ থেকে করোনা নির্মূলের পূর্বাভাস

করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের তথ্য ও করোনাভাইরাসের জীবনচক্র বিশ্লেষণ করে দেশভিত্তিক ভাইরাস নির্মূলের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে এসইউটিডি-ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নামের একটি প্রতিষ্ঠান।

এসআইআর (সাসপেক্টবল-ইনফ্লেক্টেড-রিকভারড) মডেল নামের এই ডাটাবেসে গবেষকরা জানিয়েছে, বাংলাদেশে ৯৭ শতাংশ করোনার নির্মূল হবে ১৯ মে ’র মধ্যে। হয়তো সংক্রমণ ছড়ানোও বন্ধ হয়ে যাবে এ সময়ে। আর ৯৯ শতাংশ নির্মূল হবে ৩০ মে এবং আগামী ১৫ জুলাই হবে সম্পূর্ণ বিনাশ।

বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের তথ্য ও ভাইরাসের জীবনচক্র বিশ্লেষণ করে দেশভিত্তিক করোনা নির্মূলের সম্ভাব্য তারিখ নির্ধারণে এ পূর্বাভাস তৈরিতে গবেষকরা ‘মিলান বাতিস্তা’ কোড ও বিশ্বের বিভিন্ন দেশের ২৫ এপ্রিল পর্যন্ত সংগৃহিত তথ্য ব্যবহার করেছেন।
এতে করোনা ভাইরাস সংক্রমণ মুক্তির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বের ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে। ৯৯ নির্মূল হবে শতাংশ ১৭ জুন এবং শতভাগ নির্মূল হবে ৯ ডিসেম্বর।

বিশ্বের বিভিন্ন দেশে করোন নিমূলের পূর্বাভাস : যুক্তরাষ্ট্রে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ১২ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৪ মে। এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২৭ আগস্ট।

ইতালিতে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৮ মে । ৯৯ শতাংশ নির্মূল হবে ২১ মে। দেশটিতে করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২৫ আগস্ট। এ মডেল অনুযায়ী যুক্তরাজ্যে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ১৬ মে, ৯৯ শতাংশ ২৭ মে এবং শতভাগ নির্মূল হবে ১৪ আগস্ট।

স্পেনে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৪ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ১৬ মে এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ৭ আগস্ট। ফ্রান্সে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ৬ মে, ৯৯ শতাংশ ১৮ মে এবং শতভাগ নির্মূল হবে ৫ আগস্ট।

রাশিয়ায় ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ২০ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৮ মে এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২০ জুলাই। এ মডেল অনুযায়ী ভারতে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ২১ মে, ৯৯ শতাংশ ১ জুন এবং শতভাগ নির্মূল হবে ২৬ জুলাই।

পাকিস্তানে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৯ জুন। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৩ জুন এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ১ সেপ্টেম্বর।

বার্তা কক্ষ, ২৭ এপ্রিল ২০২০