চাঁদপুর

চাঁদপুরে একদিনে করোনা থেকে সুস্থ ৪৭ নতুন আক্রান্ত ৩

চাঁদপুরে সোমবার একদিনে ৪৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিন নতুন করে আরো ৩জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ৩জন’ই চাঁদপুর সদরের। ২৭ জুলাই সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ১৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১৪টি রিপোর্ট করোনা নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭২জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০৪২জন। এখনো চিকিৎসাধীন ৫৭২জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৮৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৫৩জন, ফরিদগঞ্জে ১৯০জন, মতলব দক্ষিণে ১৯০জন, শাহরাস্তিতে ১৬৪জন, হাজীগঞ্জে ১৫৯জন, মতলব উত্তরে ১৩২জন, হাইমচরে ১২৫জন ও কচুয়ায় ৭৩জন।

জেলায় মোট ৭২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৫০৩টি। রিপোর্ট এসেছে ৬২৩৭টি। রিপোর্ট অপেক্ষমান ২৬৬টি। জেলায় আক্রান্ত ১৬৮৬জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১০৪২জন। চিকিৎসাধীন আছেন ৫৭২জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৫২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৫জন।

এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০০০৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৪৪৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৬২জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৭ জুলাই ২০২০

Share