চাঁদপুরে করোনা উপসর্গে মৃত্যু ১১

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনাবিষয়ক প্রকল্প ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- আয়েশা বেগম (৭০), শাহিদা (৭০), হোসনেয়ারা (৫৫), কালিপদ কর্মকার (৫৮), আ. লতিফ (৬৫), সুফিয়া (৮৫), শরিফ ঢালী (৬৫), মনি রানী (৫৫), আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬), আ. মজিদ (৯০), আ. সোবহান (৯০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭৩ জন। যার মধ্যে চাঁদপুর সদরের ৬৪ জন, ফরিদগঞ্জের ২৭ জন, মতলব দক্ষিণের ১০ জন, শাহরাস্তির ২২ জন, হাজীগঞ্জের ২৫ জন, হাইমচরের চারজন, মতলব উত্তরের ১৩ জন ও কচুয়ার আটজন। এছাড়া সোমবার চাঁদপুরে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৫৩ জন।

চাঁদপুর করেসপন্ডেট, ০৩ আগস্ট, ২০২১;

Share