Home / চাঁদপুর / করোনা উপসর্গে আইসোলেশন ওয়ার্ড ও ফরিদগঞ্জে দুজনের মৃত্যু
আইসোলেশনে

করোনা উপসর্গে আইসোলেশন ওয়ার্ড ও ফরিদগঞ্জে দুজনের মৃত্যু

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম ফাতেমা বেগম (৭০)। তিনি শহরের রহমতপুর কলোনীর বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ জুলাই ফাতেমা বেগম করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন। ওই দিন’ই তার নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। রিপোর্ট এখনো আসেনি। তার এক ছেলেও করোনায় আক্রান্ত।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফরাজি বাড়ির শাহ আলম ফরাজী (৫৫) রোববার ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা সমস্যায় ভুগছিলেন। তাকে চাঁদপুরে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে করোনা টেস্টের জন্য পরামর্শ দিলেও তিনি তা করেননি।

করেসপন্ডেট,৬ জুরাই ২০২০