চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সানাউল্লার (৪২) করোনা উপসর্গে সোমবার রাত ১২টায় ১০ মিনিটের সময় ওনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ..রাজিউন)।
মোঃ সানাউল্লার বেশ কয়েকদিন যাবৎ জ্বর সর্দি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়ে ২ ছেলে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রায়শ্রী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র।
২৭ জুলাই মঙ্গলবার মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
মোঃ সানাউল্লার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী,পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জামাল হোসেন, ২৭ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur