চাঁদপুর

চাঁদপুর সদরে ১০ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ২৩৯৬

চাঁদপুরে করোনা শনাক্তের হার দীর্ঘদিন কম থাকার পর আবারও বাড়তে শুরু করেছে। ১ নভেম্বর রোববার এক দিনে শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় আরো ১০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৯জন।

চাঁদপুর সদর উপজেলায় নতুন আক্রান্ত যারা : শহরের বিপণীবাগের মহিলা (২৩), নাজিরপাড়ার মহিলা (৩৪), হাজী মহসিন রোডের মহিলা (৫০) ও পুরুষ (৫০), রেলওয়ে ১৪ কোয়ার্টার এলাকার পুরুষ (২৭), ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবের পুরুষ (৩০), ট্রাকরোডের পুরুষ (৬৮), ওয়াপদা গেট এলাকার মহিলা (৪৮), মিশন রোডের পুরুষ (৬৫) এবং শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁ এলাকার পুরুষ (৫৫)।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৯৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৮৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৭৯জন, ফরিদগঞ্জে ২৭৩জন, মতলব দক্ষিণে ২৬৬জন, শাহরাস্তিতে ২৩২জন, হাজীগঞ্জে ২০৩জন, মতলব উত্তরে ১৯৮জন, হাইমচরে ১৬০জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট, ১ নভেম্বর ২০২০

Share