চাঁদপুর

জেলায় আরও ৩১ জনসহ চাঁদপুরে করোনা আক্রান্ত ছাড়াল ৯০০

আজ চাঁদপুরে আরও ৩১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৫। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৮জন।

আক্রান্তের মধ্যে আজ বুধবার চাঁদপুর সদরের ১৪ জন, মতলব উত্তরের ৩ জন, মতলব দক্ষিণের ২ জন, ফরিদগঞ্জের ৫ জন, হাজীগঞ্জের ১ জন, কচুয়ার ৩জন, হাইমচরের ২জন ও শাহরাস্তির ১ জন।

চাঁদপুর সদরের নতুন করোনা শনাক্তকৃতদের মধ্যে শহরের মমিনপাড়া এলাকার উপসর্গে মৃত আমানুল্লাহ (৭২)।

সিভিল সার্জন অফিস সূত্রে ১ জুলাই বুধবার এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বুধবার ১৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯০৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৪৩জন, শাহরাস্তিতে ১০১জন, মতলব দক্ষিণে ৯৮জন, হাজীগঞ্জে ৯১জন, ফরিদগঞ্জে ৮৯জন, হাইমচরে ৭২জন, মতলব উত্তরে ৬৮জন ও কচুয়ায় ৪৩জন।

জেলায় মোট ৫৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৬জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

করেসপন্ডেট,১ জুলাই ২০২০

Share