Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩১
আইসোলেশনে

চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩১

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম (৬৫) নামের এক নারী মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

২৯ মার্চ সোমবার বেলা ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত।

৩০ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে।

এদিকে চাঁদপুরে আরো ৩১জনের করেনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২৮জন। আর মৃত বেড়ে হয়েছে ৯২জন। সুস্থ হয়েছেন ২৮২৮জন। বর্তমানে চিকিৎসাধীন ২০৮জন।

সিভিল সার্জন অফিস সূত্রে মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

করোনায় জেলায় মোট ৯২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।

চাঁদপুর করেসপন্ডেট,৩০ মার্চ ২০২১