করোনায় প্রাণ গেল ফরিদগঞ্জের পল্লী চিকিৎসকের

চাঁদপুরের ফরিদগঞ্জে পলাশ চন্দ্রশীল (৩০) নামে এক পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বড়ালী গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্র শীলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ২৫ জুলাই শনিবার পলাশের করোনা পজেটিভ ধরা পড়লে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ৩০ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৩১ জুলাই শনিবার পলাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

পলাশ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা ফার্মেসী নামক এক ঔষধের ব্যবসা করতেন। তিনি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফরিদগঞ্জ শাখার সদস্য ছিলেন।

পলাশের মৃত্যুতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফরিদগঞ্জ শাখার নেতৃবৃন্দ শোক ও  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে প্রতিধিনই উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ৩১ জুলাই ২০২১

Share